ভূমিকে বলেছিল -(ভাই আমি তো মরে যাব)
তাই দুঃখগুলি তোমার কাছে রাখলাম
বাংলা সাহিত্যের পাতা জুড়ে...
মানুষ আমার দুঃখ জানুক মানুষ আমার দুঃখ দেখুক।
ভূমি আমাকে বললো (ভাই আমি ছোট
হিসাবে চার ভাগের এক অংশ
আমি তো মানুষের অন্যায় অবিচারে তলিয়ে গেছি
দুঃখ রাখবো কি করে?)।
সমুদ্রকে বললাম (ভাই তুমি তো বিশাল
চার ভাগে তিন অংশ
তোমার কাছে আমার দুঃখ রাখি)
সমুদ্র রাজি হয়ে গেলেও
মাছেরা সঙ্গে সঙ্গে প্রতিবাদ করে উঠলো
- সমুদ্রের বুকে আমাদেরই জায়গায় হচ্ছে না
আপনার দুঃখ রাখবো কি করে?।
২৪আশ্বিন ১৪২৭বাংলা