হায় হায় মিহির
যখন'ই দেখেছো তারে অন্য পুরুষের সাথে
তোমার চোখে জল আসেনি,
...হৃদয় নিয়েছে সব চুষে।

এও কি ছিলো তোমার ভাগ্যে,
সব কিছু তুমি করেছিলে যার নামে,
-সেই না'কি ছুরি মারলো তোমার দিলে ভালোবাসার দামে।