শুনেছি
ভালোবাসলে বেহায়া হতে হয় -বেহায়া হইলাম
"তবুও তোমারে পাইলাম না"

শুনেছি
আছো বেশ হাসও রসে -দিনের শেষে
- আমার তো দিল
"দিশে হারা তোমার ছড়ানো বিষে"

শুনেছি
আমার দু-চোখ ভরা অশ্রু'র
- অপব্যাখ্যা করে
তুমি হাঁটছো নতুন পথে -আলতা পায়ে।

বুঝেছি
তুমি যে এক কর্মঠ অভিনেত্রী
"সাড়ে-চার বছরে -যা আগে কখনও বুঝি'নি"।


( লেখা)