মাউত -  কি সুন্দর দৃশ্য  
যে আমারে দেখলে নাউজুবিল্লাহ পড়তো
সে-ই আমারে দেখতে এসেছে।

মাউত- কি সুন্দর মুহুর্ত
যে আমার নাম শুনলে গালাগাল করতো
সে-ই কি'না আমার মাগফিরাত কামনা করছে।

মাউত- কি সান-শৌকত
আজ দোস্ত-দুশমন মিলে আমারে দোলা সাজিয়েছে।

মাউত - কি মিলবন্ধন
যে আমার সাথে চলতে লজ্জা পেতো
সে-ই কি'না
আমারে কাঁধে বহণ করছে।