লজ্জা হয় ? তোমার কি লজ্জা হয় ?
তোমার ভালোবাসার চিহ্ন
-লিপিষ্টিকের দাগ
প্রিয় পুরুষটির গাল থেকে বারবার মুছে যায়।
"অথচ সেই নরপিশাচের ধর্ষণের চিহ্ন
তোমার শরীরে বরাবর'ই থেকে যায়"
আমার বিষণ লজ্জা হয়? ভীষণ লজ্জা,
এমন সমাজ ব্যবস্থায়
যখন এক দস্যুর বিচারের জন্য
আরে'ক দস্যুর কাছে যেতে হয়।