বলছিলাম :
ফুসফুসের আদ্রতা ছুঁয়ে আসা অশ্রু দু'টি চোখে নিয়ে
...কেমন আছো?
বুকের বাঁ পাশে মেঘের কারুকার্য্যে : যে নীল
- দীর্ঘনিশ্বাস পড়ে
- আমার অনিদ্রার বালিশে। প্রশ্ন রেখেছিলাম :
তুমি কেমন আছো ?
আজ আমার হৃৎপিণ্ডের ভিতরে বাহিরে সমান দুঃখ
- যেন আজ আমার দুঃখ করার দিন,
- আমার একলা থাকার দিন
অবরুদ্ধ - মাঁখড়শাহর জালে ঘাসফড়িঙে মত
- প্রশ্ন রেখেছিলাম :
লাল টকটকে গোলাপ, তোমার খোপায় কেমন আছে ?
কেমন আছে ? পৃথিবীর সমস্ত প্রেমিকের লাল রক্তবর্ণ মেহেদী
- তোমার হাতে।
বলছিলাম :
সাজিয়ে দেব কবিতার শব্দ দিয়ে
- অথচ তুমি সাজলে আমার চোখে অশ্রুদিয়ে।
--------
০৬ চৈত্র ১৪২৬ বসন্ত