একটা পরিচয়হীন লাশ পড়ে আছে
রাস্তার পাশে;
নেড়ি কুকুর গুলো
তার নাড়িভুঁড়ি এমন ভাবে ছিঁড়েছে,
দেখে চিহ্নিত করা কঠিন,
সে হিন্দু না মুসলিম !
কেউ বলছে কবর দিয়ে (দাও),
আবার কেউ বলছে শ্মশানে (পোড়াও);
(জীবিত মানুষ গুলোর মধ্যে ধন্ধ জেগে
উঠতেই, লেগে গেলো আধিপত্যের লড়াই!
লড়াই শেষে, পাওয়া গেলো পরিচিত অনেক লাশ,
তাদের কে দেয়া হল কবর, পোড়ানো হলো শ্মশানে।
কিন্তু পরিচয়হীন লাশটি
রাস্তার পাশে খুজে পাওয়া গেলাে না!
নেড়ি কুকুর গুলো,
খাদ্যদ্রব্য মনে করে খেয়ে নিয়েছিলো একফাঁকে,
জীবিতদের মতাদর্শের লড়াই চলছিল যখন।)