আমি তোমাকে হারিয়েছি
তার মানে
কেবল মাত্র একজন মিথ্যাবাদীকে হারিয়েছি

বিশ্বাস করো  
...তুমি আমাকে হারাও নি
তুমি নিজেই হেরে গেছো সত্য ভালোবাসা হারিয়ে।