কসম কসম কসম আবুল হাসানের কবিতা কসম--
আকাশের সব কয়টা নক্ষত্র আলোহীন হবে
এই পৃথিবী অন্ধকারে ডুবে যাবে
তুমি পূর্ব আকাশে যে সূর্য দেখ তা পশ্চিমে উদয় হবে
যদি তুমি আমার কবিতা না হও।
তুমি আমার কবিতা হও! কসম করে বলছি
না হয় জীবনানন্দ দাশের কবিতা বিদ্রোহ করবে
বাংলা বর্ণমালার প্রতিটা অক্ষর
- তোমার বিপক্ষে যাবে
"প" নিজে'ই নিজেকে ধ্বংস করে দিবে
তখন আর কোন প্রেমিক তার প্রেমিকাকে লেখা
চিঠির শুরুতে প্রিয় লেখতে পারবে না।
এখনও সময় আছে বলো। তুমি কি আমায় ভালোবাসো
না হয় অগ্নি বীণা হাতে ধ্বংসের বাদ্য বাজাবে
নজরুলের কবিতা
গীতাঞ্জলির প্রতি'টা শব্দ প্রতি'টা অক্ষর খসে পরবে
- পড়ে থাকবে শূন্য পাতা
কসম কসম কসম আরেক ফাল্গুনের কসম
( আমার কথা বিশ্বাস করো )
রমণী'রা অধিকারের নামে পাবে দাসীত্ব
সন্তান জন্ম দিবে মাতৃ পরিচয়ে
- যদি তুমি আমার কবিতা না হও।
----১১কার্তিক ১৪২৭বাংলা