মরতে মরতে যদি বেঁচে যাই এই করোনা কালে
তবে আবার দেখা হবে,
দেখা হবে কোন এক টেলিভিশনের টকশো'তে
সাম্প্রতিক পরিস্থিতি তুমুল আলোচনার টেবিলে।
তুমুল উত্তেজনায়, যখন এসি'র ঠাণ্ডা বাতাসেও
গাঁ ঘামবে
আমাদের গণতন্ত্র ,রাজনীতি, ভবিষ্যৎের কথা শুনে
- তুমিও চোখে চোখ রেখো
পুরনো পত্রিকার কাগজ হাতে প্রমাণ সহকারে।
আজ আক্রান্তের সংখ্যা কতো মৃতের সংখ্যা কতো'তে দাঁড়াল?
আমি যদি এই গণনায় "না" পরি
তবে আবার দেখা হবে।
... আপাদত টেলিভিশনের পর্দায় চোখ রাখি
সভা-সমাবেশে "তো" দূরের কথা
"যেহেতু" ঘর থেকে বাহির যাওয়া নিষিদ্ধ।
- সংবাদ সম্মেলনে বিশেষ আলোচনার টেবিলে
বিশেষজ্ঞ মতে
বিস্তারিত বর্ণনায় শুনি কি কি হতে'পরে আগামী দিনগুলোতে।
৯ চৈত্র ১৪২৭