খোলা চিঠি

আপনার রমণীয়তা আমাকে আকৃষ্ট করেছে, আমার রাতের নিদ্রাও আপনার সুবাতাসে পলাতক। কি ভয়ংকর পরিস্থিতি আপনাকে বুঝাতে পারবো না চোখ ঘুরে-ফিরে আপনার ফ্রেমে এসে বন্দী হতে চায়।অনেক ভয় বুকে নিয়ে আপনাকে চিঠি লিখেছি,  কালকের ভয় এখনও কাঁটিয়ে উঠতে পারি নি,মনে হচ্ছিল হৃদপিণ্ড কিছু সময়ের জন্য তার কাজ বন্ধ করে দিয়েছে। জানি এই চিঠির জন্য আমাকে মৃত্যুদন্ড দেয়া হবে না।  তবুও কেনে বারবার মনে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সেই ভয়াবহতা, আশা করি এই চিঠির জন্য আপনি আমার উপর পারমাণবিক বোমা বিস্ফোরণ করবেন না। এই চিঠি লেখা আমার( মজবুরি)  শক্তিহীনতার পরিচয়। যুদ্ধে পরাজিত সৈনিকের মত আত্মসমর্পণ করছি
বিশ্বাস করেন আমি গ্রেফতারি দিতে এসেছি, দয়া করে আপনার দিলের কারাগারে আমাকে বন্দী করুণ।

ইতি
আপনার দরজার সামনে দাঁড়িয়ে থাকা আপনার অনুগ্রহের কাঙ্গাল মিহির চৌধুরী ইমন

তারিখ :৭/৩/২৫