শরীরের কাপড় ছিঁড়ে দারিদ্রতা যখন গ্রাস
করবে !
-কেউ দেখবে না!

মাছ যেমন রুদে পুড়ে শুঁটকি হয়,ঠিক তেমনি  
- দুর্দশাগ্রস্ত শরীর যখন
অভাবে পরে একাকার হবে
...কেউ দেখবে না ।

ক্ষুর্ধা তীব্র যন্ত্রণায় যখন খাদ্যনালী খাদ্যগ্রহণ করার
-ক্ষমতা হারারাবে
ঠিক তখন'ই সবাই দেখবে!
পরিবারের সব সদ্য সম্মতি হবে,
কিছু একটা করে দিতে!

দুর্ভগ্য
দুর্ভিক্ষ তখন
দুয়ারে দাড়িয়ে বলবে -
এরছে বড় দুর্দিন আর কী হতে পারে তোমার জন্য
তুমি নিজেকে তৈরি করো নি, হায় আফসোস।