আমরা নষ্ট ফুলের ভিতরে পেরাগ মেরে
শ্বাসরুদ্ধ করেছি-
শহীদ মিনারে তোমাকে!
শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা,
খালি পায়ে -লক্ষজনতার ভিতরে, প্রশ্ন
নষ্ট ফুলের ভিতরে শ্বাসরুদ্ধ
অবস্থায় - কেমন আছো!
স্বাধীনতা।

আমরা ইংরেজীতে টুকে রেখেছি!
ক্যালেন্ডারে পাতায়,তোমাকে!
পুর্ণতা পেয়েছো টেলিভিশনেরর পর্দায়
তূমুল জনপ্রিয় তার মাঝে
তোমার কাছে প্রশ্ন ! কেমন আছো?
স্বাধীনতা, তুমি মানব সমাজে
অহংকারে ভিতর ।

আমরা বন্দি করে করেছি
তোমাকে,লোহার শিকড় দিয়ে শহীদ মিনারে
কেমন আছো? স্বাধীনতা
কলঙ্কের মুখে ।