হায়!
যদি আবার দেখা হয়, হৃদয় ভাঙ্গা'দের সাথে
অশ্রুসিক্ত'দের সাথে
যদি আবার কথা হয়, সুখ-দুঃখ বেদনার বিশদ।
তবে দেখা হোক, এই মহামারীর দিনে
কর্মহীন মানুষের সাথে
মধ্যবিত্ত পরিবারেরও একটি সৌজন্য সাক্ষাৎ ,নিও
- কুশল বিনিময়
ত্রাণ সংগ্রহের ছলে
জিজ্ঞাসা করিও, এই বিপদের দিনে,তাদের বিশদ
কেমন আছে তারা?কী করছে তারা?
কী খাচ্ছে তারা?
কেমন করে কাটছে তাদের দিনকাল।
৭ চৈত্র ১৪২৭ বাংলা