১
যারা অণুবীক্ষণ যন্ত্র দিয়েও দু'চোকে দেখে না
আমি তাদের থেকে ভালো
আমি চুপচাপ দেখি
আর হৃদয় থেকে ঘৃণা করি
কারণ! কানার সমাজে প্রতিবাদ করা যায় না।
২
আমি কারো প্রতিদ্বন্দ্বী না আমি আলাদা
এই সমাজে "কানার প্রতিদ্বন্দ্বী শুধু'ই কানা"
এরা বারুদ দিয়ে প্রদীপ পুড়তে যানে
ভালোবাসতে জানে না।
৩
এই সমাজের প্রতি অনুগত হও
এই সমাজে পারমাণবিক বোমার প্রয়োজন নেই
মানুষকে ধ্বংস করার জন্য - মানুষ'ই যথেষ্ট ।
৪
একমাত্র কানা'ই, যানে না রাত আর দিনের ব্যবধান
তবুও তারা রাতে ঘুমায় দিনে জেগে উঠে।