"তোমার থেকে ফিরে আশা বড় কঠিন"
যতবার মুখ ফিরিয়ে পিছনে তাকিয়েছি
ঠিক ততবার'ই তোমার মুখামুখি দাঁড়িয়েছি
অথচ...
তুমি আর আমি, নদীর এপার ওপার।

হুম ঘুরে দাঁড়িয়েছি!
তবে এই  দাঁড়ানো'টা অতৃপ্তিকর
যেন কোন কৃত্রিম পায়ের উপর...।
১২ মাঘ ১৪২৭