কবিতা ছিলো রক্তমাখা একাত্তরের ইতিহাস
দুঃখ আর দুঃ'শাসনের সাক্ষী
কবিতা ছিলো আম্মার লুট হওয়া ইজ্জত
দাদার অসহায় চোখ।
কবিতা ছিলো শিশুর কান্না মাখা চোখ
রক্তমাখা রাজপথ
কবিতা ছিলো নদীর তীরে ভেসে ওঠা ভাইয়ের লাশ
ফুফুর পেটে পিতৃপিরিচয়হীন সন্তান।
কবিতা ছিলো বোনের বুকের দিকে থাকিয়ে
- রাজাকারের কুইঙ্গিত...
কবিতা ছিলো বাঁশ বনের পাশে দাদাকে হত্যার পর মাটিচাপা
পুকুরপাড়ে শকুনির ঠোঁটে দাদীর নাড়িভুড়ি চিঁড়া মৃত দেহ।
কবিতা ছিলো বঙ্গবন্ধুর তর্জনী আঙুলের ইশারা
- আব্বার যুদ্ধে যাওয়া...
কবিতা ছিলো একটি স্বাধীন ভূখণ্ডে নিজেদের পতাকা
আম্মার হাসি, নতুন ভোরে গাভিন ধানের গন্ধে দোয়েল, শ্যামা ।
কবিতা ছিলো মসজিদের আযানের ধ্বনি
- মন্দিরে পুরোহিত মন্ত্র
কবিতা ছিলো আমার আব্বা ফিরে আসার অপেক্ষা
- আম্মার পথ চেয়ে থাকা।
-------১ভাদ্র১৪২৭শরৎ