আমি ভারি বর্ষায় মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছি
-আমাকে শিখাবে দুঃখের চাষাবাদ ?
আমি; সবুজ ঘাসের মত, বুক পেতে দিয়েছি নীল কুয়াশায় -
কৃষকের জমিতে কান পেতে শুনেছি ; নষ্ট ফসলের নিনাদ।
নিম্ন'মধ্যবিত্ত পরিবারের নীল নিঃশ্বাস নিয়ে
- আমাকে শিখাবে আকাশ বাতাস ?
আমি; বৃক্ষের ছেঁড়ে দেয়া অক্সিজেন নিয়ে, নীল পাহাড়ের -
বুকে কান পেতে শুনেছি ঝর্ণার করুণ ইতিহাস।
পাথরের বুকে পাথর ঘষে আগুন জ্বালানো মানুষের নীল আর্তনাদ
-আমাকে শিখাবে দোয়েল শালিক ?
সময়ের অনলে পোড়া শরীর; জলের অনাদ্র দু'টি চোখ -
"যতবার'ই ডুব দেয় সময়ের নীল সমুদ্রে "
ঠিক ততবার'ই প্রেম হয়ে ভাসে আমার অনাদ্র।
০১/০২/২০২০ইং