...ভেবেছিলাম, আমাদের দুঃখ দুর্দশা দেখে - তুমি আসবে?
এই সমাজে কলঙ্কিত ঝিনুকের মুখে
সুবিধাবঞ্চিত শিশু!
ভেবেছিলাম এই নিষ্পাপ শিশুর জন্য - ধ্বংসস্তুূপে!
অমৃতের স্বাদ নিয়ে তুমি আসবে-হে দুধভাত।
ভেবেছিলাম শান্তির বার্তা নিয়ে ধ্বংসের সমাজে!
কাঙ্ক্ষিত সময় কুসংস্কারে জট খুলে! বিপন্ন শিশুটির জন্য
চৈত্রের খররৌদ্রে একখণ্ড মেঘ হয়ে তুমি আসবে।
ভেবেছিলাম আশ্রয়হীন শিশুটির
জন্য -
নষ্ট ঝিনুকের মুখোশ খুলবে!
ভেবেছিলাম ক্ষুর্ধাত পৃথিবী ঘুরে! কলঙ্কিত সমাজে
গোলাপের কান্নায় অনাহারী শিশুটির
জন্য -
তৃপ্তি লয়ে একমুঠো ডাল-ভাতে তুমি আসবে হে মানবতা
ভেবেছিলাম পাখির মত চোখ তুলে - তুমি বলবে
'নষ্ট ঝিনুকের মুখে মুক্তা শুভাপায় না'।