জিজ্ঞাসু
---মিহির চৌধুরী ইমন---

...মানবতা আজ কোথায়? বধূর হাতে নাই তো!
ভাতের হাড়িতে গেলো না কি? না - সেখানেও নাই তো।
তা হলে কি কবির কাব্য সমগ্রে!
সেখানে তো মানবতার কয়'টা শব্দ মাত্র
তা হলে মানবতা আজ কোথায়?।

সংবাদপত্রের প্রতিটা পাতা তন্নতন্ন করে খুঁজে
- শুধু নতুন কাগজের গন্ধ পেলাম
শুকনো কাঠগোলাপের ছবি পেলাম
কিছু সুন্দরী রমণীর সাজগোছ দেখে চোখ আটকে গেলো।

কিন্তু মনের ভিতর ঠিক'ই প্রশ্ন থেকে গেলো
-মানবতা আজ কোথায়?।
-----------------------#২১ ভাদ্র ১৪২৭শরৎ