যে ফুলের পাপড়ি ছিঁড়ে শব্দের বিশুদ্ধ মালা গাঁথে
আজকের কবি-
আপনার কলমের কালিতে বাংলা বর্ণমালা'র
প্রতিটি অক্ষরে সে ফুল ফোটে।
বাংলা বর্ণমালা'র প্রতিটি অক্ষর তুলে তুলে
যে শব্দের - খাঁটি গন্ধ নেয়
আজকের কবি-
সে শব্দ তো আপনার কলমে খাঁটি গন্ধ পেয়েছে।
২৬ বৈশাখ ১৪২৭ গ্রীষ্ম