বেলা মাত্র দুইটা বাজে -এখন
কোথায় যাচ্ছিস?
বস আরেটু সময় বস-দু'চারটা কথা বলি!
ইস্কুল তো এখনো ছুটি হয় নি
এত তারাহুরা কিশের।
একটু স্ত্রির হয়ে বস,মেয়েটা তো চলে যাচ্ছে না
আজ না হয় কাল তর প্রেম হবেই
তুই চিন্তা করছিস কেনো?
আমরা ইস্কুল ফাঁকি মারছি
মেয়েটা মারে নি!সে ইস্কুল ছুটি হলেই যাবে
আয় বস আরেক'টু সময় আড্ডা দেই।
ভালোবেসে মেয়েটি তর কাছে নত হবেই
যদি তর ভালোবাসা সত্য হয়
বিশ্বাস কর আমার কথা
আমি মিথ্যা বলছি না!সত্য ভালোবাসা
অবহেলা করার ক্ষমতা পৃথিবীতে কারো নেই।