তোমার কোমরে ঝুলানো চন্দন কাঠে বানানো
আলমারিটার চাবি লাগবে
জ্ঞানের ড্রয়ার খুলে
ক্ষুধার্ত মানুষের কথা আমি লিখবো।
ক্ষুধার্ত মানুষের কাছে ঋণি
আমাদের এই সমাজ!
শুধু পেটের খিদে নিবারণ চলবে না
তাদের কে দিতে হবে একটি পরিপূর্ণ জীবন।
আমি কিছু লিখবো
মেহনতি মানুষের জন্য!
আমি ঈশ্বর দেখি!তার ভিতরে!
যে আমার আহার মিটায়।
আমি কিছু লিখবো -শুধু
কলম খাতা দিলেই চলবে না
বুকের বাহান্নটা হাড় খুলে ঈশ্বরে
জায়গা দিতে হবে!
যে আমার আহার মিটায় তার জন্য।