আমি যখন সপরিবারে ১৫'ই আগস্ট মৃত্যুর সাথে লড়ছি
প্রিয় বাংলাদেশ,তখন তোমার প্রেমিকেরা
আমাকে নিয়ে দৈনিক সংবাদপত্রের হেড'লাইন তৈরি করতে ব্যস্ত
বিবিসি সিএনএন লাইভ ব্রডকাস্ট করছে আমার মৃত্যু!
আর বর্তমান যোগে নতুন গল্পের সাথে পুরানো গল্প ঝুড়ে
facebook কে ওরা তুলছে প্রতিবাদের ঝড়।
একাধিক বার ময়না তদন্তের রিপোর্ট ঘেটে ঘেটে
ওরা আবিষ্কার করলো আমার হৃদপিণ্ড
বুলেটের আগাতে নয়খন্ড!
আমি সত্যি বলছি আমার কথা বিশ্বাস করো
তোমার দিবি দিয়ে বলছি,এখানে বুলেট ছিলো না
তুমি ছিলে! আমার জীবনের প্রথম প্রেম।
প্রিয় বাংলাদেশ, আমি চেয়েছিলাম ক্রেমলিন-
হোয়াইট হাউজ মিলিত হবে
তোমার মাধ্যমে ভালোবাসার আহবানে!
চীন জাপান জার্মানি সহ বিশ্বের পড়াশক্তি দেশ গুলোও
মিলিত হবে তাদের সাথে তোমার ভালোবাসার আমন্ত্রণে।
প্রিয় বাংলাদেশ,তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম
নাম হীন কবিতার ভীতরে,তৃতীয় বিশ্বযুদ্ধের
পরিবর্তে ভালোবাসার তৃতীয় ভুবন গড়ে তুলবো!
অথচ আমার রক্তমাখা লাশ যখন ময়না তদন্তের নামে
লাশকাঁটা ঘরে ছিঁড়েফিঁড়ে
ওরা রিপোর্ট আবিষ্কার করলো আমার হৃদয়ে
না'কি তোমার জন্য কোন প্রেম ছিলো না।