রাজা মরিছেন, আছে তার দুই পুত্র
হিন্দু,মুসলিম।
রাজ্যে এতদিন ছিলো দুজন রাজকুমার
এখন তারা হলেন সিংহাসনের দাবিদার ।
তলোয়ার হাতে দুজনেরই হুংকার
ঝড়িলো রক্ত ,বাধিলো যুদ্ধ
মরিলো শয়ে শয়ে লোক।
এরই মাঝে রানী ছুঁড়িলো মানবতার তীর
রাজ্য হবে দুইভাগ
একভাগ হিন্দু আরেক ভাগ মুসলিম ।
তাতে রাজি হলো দুই রাজ কুমার।
দুই সিংহাসন হলো
হলেন দুই রাজা।
রানী হলেন গত , প্রজা বিভ্রান্ত
আবার যদি বাজে দাঙ্গা।
মুসলিম আসিয়া কয় মাতা হলো আমার
আমি দিবো মাটি এ আমার অধিকার।
হিন্দু আসিয়া কয় মাতা আমার
আমি দিবো মুখ অগ্নি এ আমার অঙ্গিকার।
এমন সময় আসিলেন এক ভুজুরগণ
শুনিলেন সবই বুঝিলেন সবই
বলিলেন তাই
মানুষের ঘরে জন্ম নিয়েও
মানুষ হলে না ভাই।
১৯/০১/২০২০ইং