আমাদের দুঃখ আর দুর্দশাগ্রস্ত শরীর নিয়ে
হতাশার কঠিন আমন্ত্রণ!
এসো এসো অভাবের দিনগুলিতে
রাজার পাল্কি!
আমাদের ক্ষুর্ধাত শরীর
বিষাদের
বড় কঠিন চুম্বন,
আমাদের শিশুর ক্ষুর্ধাত পেটে
বিরহের
বড় কঠিন আলিঙ্গন!
হে তরুণ কবি!
এসো এসো এই হাহাকারের দিনগুলিতে
সত্য কে সত্য আর মিথ্যা কে মিথ্যা
বলার মত সাহসী  মানুষের বড় আকাল আজ।
আমাদের এই দুঃখ-শোকের
মহামারীর দিনগুলিতে
হে তরুণ কবি এসো এসো তুমি তো কারো
ক্রীতদাস না!
আমাদের হৃদয়ের সম্রাট!
অসভ্য'তার সভা ভাঙ্গতে সত্যে'র পাল্কি লয়ে।