শুনো শুনো বন্ধু
আমার হৃদয় কেমন কেমন জানি করে
তারে দেখার পরে,
কি যে হলো আমার- বলতে পারি না
সন্ধ্যেবেলা পড়তে বসলে- পড়ায় আমার
- মন বসে না
চোখের সামনে ভাসে শুধু তার ছবি
আর আমি- মনে মনে কল্পনাতে কত যে স্বপ্ন আঁকি।
কি জানি নাম তার, কি জানি কি হবে?
পরের দিন'ই শুনতে পেলাম
- নাম যে তার
"হাসনাহেনা, হাসনাহেনা সুরুপা"
নাম'টা শুনে কেমন জানি গাঁ'টা শিহরে উঠে
বাপ'রে- চেহারার সাথে নামে'র কি মিল
যেনো আমাদের চা'বাগানের পাশে লাল পদ্মবিল।
বন্ধুদের সাহস পেয়ে যখন মুখ ফসকে তার নাম ধরে ডাকি,
হাসনাহেনা,
-ওমনি সে পিছু থাকালো,
এখন কি যে করি
কি কারণে যে আমার গলা শুকিয়ে যায়
জ্বি'বে আর জল আসে' না
সে যখন সুমিষ্ট কণ্ঠে জিগ্যেস করলো,
: আমাকে ডাকছেন
কি যে কি অবস্থা আমার, কে দেখে, কে বুঝে
আমার যে জ্বি'বে আর কথা আসে না
আমি কোন মতে মাতা নেড়ে বললাম না, না।
সে সামনে না থাকলে
বীরের মত মাতা উচ্চিয়ে বলতে পারি
হাসনাহেনা হাসনাহেনা তোমায় আমি ভালোবাসি গো,
...অথচ তারে দেখা মাত্র
যুদ্ধে বন্দী কোন সৈনিকের মত আমি চুপসে যাই,
বন্ধুদের চাপাচাপিতে যখন তার
- সামনে যাই
তখন কথা বলতে গেলে কথা আঠকে যায়
বলতে যে আর পারি না গো
হাসনাহেনা হাসনাহেনা তোমায় আমি ভালোবাসি গো।