১
জুলেখা, মনে রেখ অভাবের সংসারে
হিংসার দাঁত,ভালোবাসা ছিঁড়ে খায়।
২
সাবিত্রী,মনে রেখ ভালোবাসার পথে
ধ্বংসের দাঁত,সব সুখ কুঁড়িয়ে খায়।
৩
রজকিনী,মনে রেখ বিশ্বাসের ঘরে
সন্দেহের গুণপোকা লুটে খায়।
৪
শিরী,মনে রেখ ঘৃণার দাঁত, হিংসার নখ
নাক কান চোখ,দেখে
মরে যাবে সংসারে ভালোবাসার মুখ ।