প্রিয়তমেষু, আগামীর মিছিলে এসো দেশদ্রোহীর
পদচিহ্ন মুছে দিতে-
মায়ের মমতাময়ী আঁচল নিয়ে
অসহায় মানুষের জন্য।
প্রিয়তমেষু আগামীর মিছিলে এসো মাতৃ'স্তনে
নিঃস্পাপ শিশুটির মুখে হাসি ফোঁটাতে।
আগামীর মিছিলে এসো ভালোবাসার দাবী নিয়ে
মানবতার হাত বাড়াতে
অনাহারী জাতীর মুখে আহার দিতে।
প্রিয়তমেষু আগামীর মিছিলে এসো,
- জননীর নাড়ী ছিঁড়ে
রাখাইনে উলঙ্গ শিশুর মত
মুত্রের উচ্ছিষ্ট ঘ্রাণে ভেজাতে মাত্রিকুল!
আগামীর মিছিলে এসো, পুত্রের হাসি মাখা মুখে
আর তোমার আশাতে
পিতার পায়ে চিহ্ন হয়ে থাকুক
আমাদের শরতের পথে পথে ফুটা ঘাসফুল ।