পুরো জাহান কে খোদা করেছেন মজসিদ
হে গাফিল
ইটের দেয়ালে আবদ্ধ জায়গায়  দিয়ে কী হবে,
যদি মুসল্লী না থাকে।

তুমিও না কত অদ্ভুত, হে আদম সন্তান
সিজদাহ্  না করে
কেবলি করে গেলে জায়গার তালাশ।