ফিরে এলে'ই তুমি দেখবে
হলুদ খামের মোড়ানো তোমার বেশ কিছু ছবি,
পুরানো কিছু প্রেম পত্র
আমার টেবিলের উপর ছড়িয়ে ছিটিয়ে আছে
সাদা কাগজ আর কালি বিহীন কলম,
শেলফের দিকে তাকালেই তুমি দেখবে!
তোমায় নিয়ে লেখা আমার বেশ কিছু কবিতার ডাইরি
দেয়ালের এক পাশে টাঙ্গানো আমার আঁকা তোমার ছবি!
আমার মৃত্যু বহু বছর পরেও
এসব কিছু'ই তোমার নজরে এড়াবে না! "সাবিত্রী"
আমার খাটের নিচে পড়ে থাকা
তুমি হীন আমার নিঃসঙ্গ তার সঙ্গী সিগারেট'র ছাই
ভাঙ্গা ম্যাচের অর্ধেক জ্বলা কাঠি
সেদিন তোমাকে আমার কথা বলবে-
বলবে আমি তোমার জন্য কতটা অপেক্ষায় ছিলাম।