আমি "তো" একটি কবিতার জন্য কাগজের পেট খুলে দেখি,
দুর্ভিক্ষ আর দুঃশাসনের গন্ধ গায়ে নিয়ে
"সেখানে" হাজার বছর ধরে----
বাংলার নারী পুরুষের নাগরিক অধিকার গনতন্ত্র
আর একটি স্বাধীন পতাকা,
এই বাংলার মাটি  তে
তোমার জন্য অপেক্ষা করছে" প্রিয় বর্ণমালা " ।