ক্ষর্ধাত শিশুটির কথা না বলে!
তুমি কি করে ঘুমালে ইমন?

যৌনপল্লিতে জন্মানো শিশুটিকে ডাস্টবিনের
ভিতরে চীৎকার করে কাঁদতে দেখে,
তুমি কি করে ঘুমালে ইমন?।

আশ্রয়হীন এই শিশুটির কথা না বলে
তুমি কি করে ঘুমালে ইমন?

মানুষ কি করে যৌবনের চাহিদা মেটাতে
একটি শিশুর জীবন নষ্ট করে!
এই জঘন্য মানুষ গুলোর কথা না বলে
তুমি কী করে ঘুমালে ইমন?

মানুষ তোমার কিসের অত বড়াই
তোমার লজ্জা করে না?
তোমার রক্ত তোমার বংশধর
ডাস্টবিনে পড়ে থাকতে দেখে
তুমি কি করে ঘুমাও?।

আমি হয় তো মানুষ না!অন্য কিছু
আমি তো ঘুমাতে গেলেই, অবুঝ
শিশুটিকে চীৎকার করে কাঁদতে শুনি,
মানুষ শুনে না,
আমি কি করে ঘুমাবো ইমন?।

আচ্ছা ইমন, ঈশ্বর কি
শিশুটিকে কাঁদতে দেখে কিছু বলে না!
আমি শুনেছি মানুষের ভিতরে ঈশ্বর থাকে
শিশুটির ভিতরে কি ঈশ্বর ছিলো?
যদি থাকে তবে ডাস্টবিনে ভিতরে ঈশ্বরকে
কাঁদতে দেখে! মানুষ কি করে ঘুমায় ইমন? ।

ডাস্টবিনে পড়ে থাকা শিশুটির কথা না বলে
তুমি কি করে ঘুমালে ইমন?
যার শৈশব কাটছে ডাস্টবিনে আর ফুটপাতে
তার কথা না বলে
তুমি কি করে ঘুমালে ইমন?।

যে শিশুটি জানে না তার বাবা কে মা কে
তার কষ্টে কথা না বলে
তুমি কি করে ঘুমালে ইমন?

পেটের দায় চুরি করে ধরা খাওয়া
শিশুটির উপর কি অত্যাচার, এসব দেখে
মানুষ কি করে ঘুমায় ইমন?

আমি তো ঘুমাতে পারি না! ইমন
আমার চোখ বন্ধ করলেই শুনি
অবুঝ শিশুটির চিৎকার
মানুষ কি করে ঘুমায় ইমন?।