যে যাবার সে তো গিয়েছে কবে
এত ভেবে কি আর হবে?
দুঃখ'তো আমার জন্ম'লগ্ন থেকেই
জীবনের মৌলিক অংশ ।
সবার মত আমার শৈশব হলো না
কৈশোর হলো না!এত অপয়া আমি?
পিতার মৃত্যুশোকে-
দুঃখের নিখুঁত চিত্র আমি
আমার বুদয় আর হবেও না।
আনন্দ কী জিনিস আমি তা জানি না
দুঃখ সে'তো আমার শরীর -শরীরের অঙ্গ
হাত -পা - আঙুল -চোক -নাক
কান-আঙুলের নখ
দুঃখের নিঁখুত চিহ্ন
আমার আপাদমস্তক শরীর।
ভালোবাসার দাবী নিয়ে কেউ আসে নি
আর এলেই বা কী!
এক দুপুরে নির্জনতায় খুন হয়েছি
নষ্ট ফুলে পেরাগ মেরে
খুন হয়েছি দিনদুপুরে "কেউ দেখে নি "
আস্থ ফুলের পাপড়ি ছিঁড়ে
খুন হয়েছি নির্মমতায় "কেউ দেখে নি"।