হায়,
তোমার এই বিচ্ছেদ অসুখ
শেষ হবার নায়
- ক্যান্সারের চেয়ও মারাত্মক ব্যাধি।

হৃদপিন্ডে কি নির্মম আক্রমণ
- আর ববর্রতা
তুমিহীন প্রতিটা মুহুর্তে...
অথচ কথা ছিলো আমিময় গাজড়ায়
তুমি নিজেকে গুটিয়ে নিবে

হায়
বালিশে কান পাকানো সবগল্প
- এমনি করে মুছে যাবে
মুছে যাবে সব হারানু'র দুঃখ-শোক
হৃদপিন্ডে বিষাদের বিস্ফোরণে।