যদি আমাদের দেখা হয় শীতকালে
... শীতকাল আবার আসুক
ঝড়া গোলাপের দিন, যদি না মিলে একটি গোলাপ
-তোমার জন্য
-অতিথি পাখির ভীড়ে,
তবে সাদা কাশফুল তোমার খোঁপায় গেথে দিবো
ভালোবেসে নিও ।
অপেক্ষার তিক্ততার রস হঠিয়ে যদি আমাদের দেখা হয়
বর্ষার ভড়া মৌসুমে আঠাল-মাটির দেশে
যদি দেখা হয় কাকতাড়ুয়ার মত
তাবুও -শীতকাল আবার আসুক
প্রিয় -কোন কবিতার মত
শব্দের প্রতিটা অক্ষর খুলে আমাদের আবার দেখা হোক।