বাবা...
গত ২২ জ্যৈষ্ঠে প্রথম তোমারে খুঁজি।
এই খোলোশের ভিতরে, হৃদপিন্ডে,
পৃথিবীর আলো আঁধার!
তন্ন তন্ন করে
জেনেছি- তুমি সব ধুয়ে মুছে চলে গেছো
সম্পর্কের জট খোলে।
তবুও মগজের ভিতরে বাহিরে
তোমার স্মৃতি তোমার স্পর্শ আমি কেবল'ই
অনুভব করি।
বাবা...
গত ২২জ্যৈষ্ঠের প্রথম সকাল
প্রথম ভয়ের দীর্ঘশ্বাস।
প্রথম দুঃখ-শোকের অশ্রু
প্রথম সন্ধ্যা-রাত , বুকে প্রথম পাথর ভাঙ্গার শব্দ।
তারপর:-
জেনেছি -মানুষ একা আসে একা যায় সৃষ্টির গতি'ধারায়।
বাবা...
তোমারে খুঁজেছি ভূমিষ্ঠে জলে-স্থলে
কোথায়
খুঁজি নি?
নিউটন, ইলেকট্রিক, বিজ্ঞান মধ্যাকর্ষণ সূত্রে
মহাপ্রয়াণ তন্ন তন্ন করে জেনেছি সৃষ্টি রহস্য'ই -মৃত্যুর মূলমন্ত্র।