আমরা রক্তমাখা রাজপথ চাইনি,আমার চেয়েছিলাম
সরকার দল গোলাপ হাতে জনতার কাছে প্রেম নিবেদন করুক
আর তা দেখে,বিরোধী দল হিংসার আগুনে জ্বলে মরুক।
তবে কিসের জন্য রাজপথে আজ সর্বনাশের মিছিল
আক্রমণে -বারুদ হাতে রক্তের খেলায় আজ দু'দলেই সমান প্রতিদ্বন্দ্বী?
অথচ লক্ষ্য না'কি দু'দলেরই শান্তি।
আমরা চেয়েছিলাম সরকার দল ভুল করুক
বিরোধী দল তার ভুল সংশোধন করে প্রেমের প্রতিদ্বন্দ্বী হক!
শান্তির মিছিলে দু'দলেরই অংশগ্রহণে হাসি ঠাট্টা করে প্রেমের শ্লোগানে
ভবিষ্যৎ পরিকল্পনা করুক।
তবে কিশের জন্য মৃত্যুর মুখোমুখি হয়ে দু'দলই
রাজপথে রক্তের হলিখেলায়! ডাকে সমান ভাবে জনতার বিনাশ!
অথচ লক্ষ্য না'কি,দু'দলেরই জনতার শান্তিপূর্ণ বসভাস ।