এই রক্তক্ষয়ী যুদ্ধের বিপরীতে
এসো দুঃখ কষ্টের পথে লাল কালিতে
- দেই কাঁটা,
এসো আমরা মিলিত হই সুখের অনুসন্ধানে
সবুজ হিজল বনে।
এসো বিষাদের বিষ হজম করে
- ভালোবাসার পথে
কারণ আমার ঋণ তোমার কাছে
যেমন ঋণ আমার আম্মা আব্বার কাছে।
অহংকার ভুলে
- শুনো ভালোবাসার কথা
- নত হবে বিরহ বেদনা
এসো আমার জীবন সাজাতে
এসো তোমার চোখের জল মুছে দেই।
-----------৮ কার্তিক ১৪২৭ হেমন্ত