তোমারে ভালোবাসার খুব ইচ্ছা ছিলো
ভয়ে বলা হয় নি ভালোবাসি!
তোমার চোখের দিকে কখনো তাকাই নি
যাও দেখেছি তোমাকে আড় চোখে।

তোমার চোখে-চোখ রেখে কথা বলার
- খুব ইচ্ছে ছিলো
অথচ সাহসে কুলায় নি!

তোমাকে ভালোবাসার খুব ইচ্ছে ছিলো
ভয়ে বলা হয় নি ভালোবাসি!

তোমার কাঁধে হাত রেখে সমুদ্রের ডুবা সূর্য
- দেখার খুব ইচ্ছে ছিলো
ইচ্ছে ছিলো তোমার হাতে -হাত রেখে
- সমুদ্রসৈকতে হাঁটতে
অথচ ভয়ে তোমাকে ভালোবাসি বলা'ই হয় নি।

তোমাকে ভালোবাসার খুব ইচ্ছে ছিলো
- সাহসে কুলায় নি।



----------------------------২২-ভাদ্র-১৪২৭শরৎ