এই যে টিক আছে- তুমি
বন্দুকের নলে'র ডগায় বারুদ বাজাও
জননীর নাড়ী ছিঁড়ে যে শিশুর
আগমন
তাকে রক্ষায় -অথচ তোমার'ই জন্য পৃথিবীর
বিনাশের মুখে ।