আমাদের
দুঃখের প্রতিটা মুহূর্ত ,
আমি জমা করছি বসন্তের কাছে
তাই তো বসন্ত এলেই কুকিল
আমাদের প্রতিটা দুঃখের কথা অনুবাদ করে।

অনুবাদ করে মৃদু অভিমানে কৃষ্ণচূড়ার ডাল
আমাদের শরীর থেকে গড়িয়ে পড়া
রক্তের প্রতিটা ফোঁটার কথা।

আমাদের
দুঃখের সময় চোখের প্রতি ফোঁটা অশ্রুবিন্দু
আমি জমা করছি শীতের কাছে
তাই তো শীত এলেই
শিশিরে প্রতিটা বিন্দু অনুবাদ করে -সবুজ ঘাসের বুকে
আমাদের দুঃখ সময়ের কথা
আমাদের চোখে প্রতি ফোঁটা অশ্রুবিন্দুর কথা।

অনুবাদ করে আমাদের বীর সৈনিকের কথা
শহীদের কথা গাজীর কথা
সতীত্ব হারা রমণীর দুঃখের কথা।

আমাদের
বিষর্জনের প্রতিটা মুহুর্ত
আমি জমা করেছি শরৎের কাছে
তাই তো কৃষক যখন সোনালী ফসলের দিকে থাকায়
মাঠের সোনালী ফসল তখন অনুবাদ করে
আমাদের তেগের কথা
আমাদের মুক্তিযুদ্ধের কথা আমাদের দুঃখের কথা।

৩ আশ্বিন ১৪২৭শরৎ