আমার সবকিছু ছিলো যা'কে কেন্দ্র করে
তার সবকিছু তে ছিলো অভিনয়।
আমি অভিশাপ দিচ্ছি না, মানুষ তার কর্মফল ভুগকরে।
আমাকে ভেঙ্গে চুরমার করা মেয়েটাও
...হয়'তো কাউকে খুঁজে
নিজেকে ভাঙ্গার জন্য।
ভাঙ্গার দিন আমি নিজেকে মানিয়ে নিয়েছি।
...হয়'তো সেদিন তার আফসোস হবে
যে তারে গড়তে চেয়েছিলো
সে- তাকেই ভেঙ্গে করেছে চুরমার।