যদি আবহাওয়া অধিদপ্তর থেকে পাওয়া যেত
তোমার পরিবর্তনের পূর্বাভাস।
যদি প্রেমের বন্দরে ২/৩ নম্বরের বিপদ সংকতে
দেখিয়ে যেতে বলা হত।
যদি বলা হতো...
আইলা, সাইক্লোনের'ছে ভয়ংকর ঘূর্ণিঝড়
"আঞ্জু"
-ঘন্টায় লক্ষ মাইল বেগে আসছে
...বন্দর উপকূলে ।
আমি নিজেকে গুটিয়ে নিতাম নির্রাপদে...।