তোমার সঙ্গে হাটতে হাটতে আমি অনেক দুর চলে এসেছি!
এখন তুমি কোথায় যাচ্ছো,
এই অচেনা পথে, আমাকে একা রেখে!
এখান থেকে 'তো' আমি তোমাকে ছাড়া ফিরতে পারবো না।

বিনাশী মেয়ে,
তুমি আমাকে বুঝার চেষ্টা করো, ব্রহ্মপুত্রের ছেলে আমি
- তবুও কতটা ভাঙ্গচুর
তোমাকে ছাঁড়া!

টুঁকরো টুঁকরো করে,আমার হৃদপিন্ড, বুকের বাহান্ন হাড়
...আমার চতুর্দিকে ছঁড়িয়ে ছিঁটিয়ে
এখন তুমি কোথায় যাচ্ছো?
পিছনে ফিরে দেখো,
কত শত মহাকালের দুঃখ - তুমি দিয়েছো আমারে উপহার।