তুমি এলে'ই
অতৃপ্তিকর অপেক্ষার অবসান হবে।
দেখ কোকিল ডাকে'নি
ফুলও ফুটে'নি...
তোমার আগমনের অপেক্ষায়।
তুমি এলে'ই
ইতর'রা লেজ গুটিয়ে নিবে।
দেখ স্বদেশী মাঁঠিতে
দেশদ্রোহী আর দস্যু দের পদচিনহ্নে
বাতাসে ভইছে -
নষ্ট কামরসের দুষিত গন্ধ।
তুমি এলে'ই
কোকিল ডাকবে ফুল ফুটবে
বসন্ত ফিরে পাবে তার পূর্ণযৌবন,
এই অতৃপ্তিকর অপেক্ষার অবসান হোক
- হে বিদ্যালয়
তোমার আগমনে নতুন দিনের শুভসুচনায়।