সমকালীন কবি'রা কলম হাতে বসে আছে!
শুনেছি তারা না'কি
কাব্য লেখার জন্য অক্ষর পাচ্ছে না
বাংলার প্রতিটা অক্ষর না'কি
সাসমাজবিরোধীর বিরুদ্ধে যুদ্ধে নেমে গেছে!
আপনার কলম ধরে।