কোথায় আছো?
কেমন আছো?
কে জিজ্ঞাস করবে? আমাকে।
আমি
দাঁড়িয়ে আছি ফিলিস্তিন শিশুর মত
- ভালোবাসার অভাবে
সুদিনের আশায়
...এখানে বারুদের বিষ আসে,
সুদিন আসে না।
আমি
ভাত কাপড়ের অভাবে
বুলেট বোমায় ঝড় ঝড়িত আফগান।
আমি
নাফনদীতে বয়ে চলা বারুদের বিষ
...রোহিঙ্গাদের আর্তনাদ
আমি
বিষাদের নীল
...ব্যর্থ প্রেমিকের ব্যর্থতা,
এখানে শুধু দুঃখ-শোকের অশ্রু আসে
-সুখ আসে না