শুনো বেলা- কিছু ব্যথা প্রকাশ করা যায় না
...বুকে এসে লাগে।

আমি,
ফেঁসে গেছি বেলা তোমার মায়াজালে
...এখানে
- আমি না পাচ্ছি থাকার অনুমতি
না পাচ্ছি ফিরে যাওয়া-তে স্বস্তি।

আমার হচ্ছে'টা কি?
বেলা
ঘুম ঘুম চোখে আমি স্বপ্ন দেখি -এ-ই তো তুমি এলে,
-অকারণে চলে গেলে
আমি আর পারছি না, বেলা- আমার তো হলে না।

এমন না হয়ে, হতেও তো পার তো বেলা,
তোমার আমার একটা সাদা রঙ্গের সুন্দর সমাপ্তি।