এই যে - তুমি আমাকে ঘৃণা করো
দুয়ার খোলে দাঁড়ালেই বলো
বেহায়া বেশরম -
বলেই দুয়ার বন্ধ করে দাও মুখের উপর!
যদি আর কোনদিন দুয়ার না খোলো?
তবে তোমার একাউন্টে ঘৃণা জমতে জমতে
একদিন তোমার ব্যাংকের সব লকার জব্দ হয়ে যাবে!
আর যদি সেদিন দুয়ার খোলো আমাকে ঘৃণা করার জন্য -
খুলে যদি না পাও আমাকে, তবে তুমি ব্যথিত ও হয়ো না প্রিয়!
তোমার সব ঘৃণা সেদিন তুমি আমার সমাধি'তে রেখে দিও।